কলম তো আছে
ঘর ভর্তি  সাজানু গুছানু
মিউজিয়ামের গ্রন্থাগারের মত্।
লাল নীল বেগুনি
হরেক রকমের কলম্...
যারা বিশ্বে এক এক জাতিসংঘ ।
কিন্তু তাদের কালি
শুকানো রোগে আক্রান্ত
ইবোলা ভাইরাস এর মত প্রলয়গ্রাসি।
চশমার মত যে চোখ তাদের
সেথায় দ্ৃষ্টি বন্দক নানান গ্ৃহকোণে।
তারা দেখে
তারা বুঝে
কিন্তু লিখে কানের পর বহে যাওয়া হাওয়ায়।
বেশ্যামির সাজে
যে রঞ্জিত হ​য়েছে তাদের মন
সেথায় কালি ভর্তি কলমের
বল হীন নিপে
জংঙ্গলী জীবন ।