আজ এক প্যারিস বন্যায়
রক্তের ঢেউ ভাসে ।
এমনি জলোচ্ছাস দুনিয়ায়্
বছর ধরে আছে।
হাল চাষ করে হায়
সার ডালে গোপনে,
ফসল ভরা মনের সাধ
কে  
পেয়েছে ঘরে?
বালতি ভরা জলের খেলা
নেমেছে যেই নলকূপে ।
হাওয়াই চাপে পাতাল পানি
এসেছে সম্মূখে।
দেখ আসছে সম্মুখে ।