মৌলবাদের এক চরম ঝুকির দেশে
যখন মাছ
বিড়ালের লেজ ধরে কাম​ড়ে
তখন বিড়ালের লোম যায় ভিজে।


বাঘের চেহারায় যে এত মিষ্টতা
এত কোমল মোলায়েম ভাব
তা সুন্দরবনের পাশের মানুষ
দেখেনি কভু আগে।


সিংহের গলায় মালা প​ড়িয়েও
হয়তো বিয়ে হ​য় না বাদরের।
তখন বাদরামির রাজ্য হ​য় প্রতিষ্টা
সিংহত্ব হ​য় পাপ।


গাজামোহি কাহিনী হ​য় রচিত পুত্রের
পিতার পিতার গল্প নকল করে।
ঊপরের লাইন শতেক প​ড়িয়া বোবায়
দশেক লাইন লিখে ফেলে নিচে।
বাকি সব রেখে খালি বলে
আমার লেখাই সবার আগে।
উপরে যা আছে ভেসে
তা আমা থেকে গেছে শিখে...।


ডিমে ক​য় মুরগিরে যেমন্
মোরগ টা তাহার্।


নকল করিয়া লিখা যবে
হয়ে যায় বন্ধ এবার.।
তখন বলে হায় ফাকি
থাকুক সব বাকি
আর কোন লেখা হবে না
আবার।


ভবিষ্যতেত জ্ঞান যার মুর্খতায় অল্প
এমনি গল্প লিখে
দাড়ায় ঘাঘূ হ​য়ে
জ্ঞানি সল্প।


জানে না কিছু সে ওরে
জানে না সে কিছু
অতীত করিয়া নকল
সে নিয়েছে ভবিষ্যতের পিছু।


মৌলবাদের এক চরম ঝুকির দেশে
যখন মাছ বিড়ালের লেজ ধরে কাম​ড়ে
তখন বিড়ালের লোম যায় ভিজে।
বাঘ বাঘিনী রুপ খানি তার
সত্যই হবে কি মিছে?