চারদিকে শুধু খুন আর রক্ত হোলি
ইসলামিক জঙ্গি  কিবা সমরাস্ত্রতে
বিপন্ন মানবতা/
কোথায়ও কোন আশ্রয় নেই
কোথাও নেই বিশ্বাস।


আদরে আপ্যায়নে পালা সেই সমুদ্র ভাসিত
তুলতুলে বিড়াল ছানাটি
জার্মান সুইডেন ঘরের ভেতর
যে কোন সময় হয়ে যায়
হিংস্র বাঘ।
কোথাও যেন শিক্ষকের পিঠে
বেত্রাঘাত হচ্ছে!!
আসল ঔষধের নামে নকল
খাওয়ায় যে শিশুকে।


শান্তির অবদূত দূত হয়ে আসি
পড়ে গেছে ভুতের আশ্রয়ে;
হেথায় ধরা ছাড়ি সরার জ্ঞান
বাড়িছে ঘরে ঘরে।
কোথায়ও কোন আশ্রয় নেই
কোথাও নেই বিশ্বাস।
কোথাও কোন পুষ্প নেই
বেড়েছে কেবলি নাভিশ্বাস।