কবিতাটি আমার কিউট দিশা আপুর জন্য , তারই মুখ নিসৃত এক বানী দিয়ে লিখা। আপু এই বানীটার জন্যে আপনার কাছে কৃতজ্ঞ॥


বিজ্ঞাপনের তরে
বিজ্ঞাপনের ভাষায় বলেছিলো সে,
কড়াই পুড়ে না তবে পুড়ায়
ভষ্ম করে দেয় সব।
অঙ্গার করে দেয় জ্বলনে জ্বলনে।


চোখ তার ছিল তখন কাজল মাখা
ঠোটের উপর ছিল প্রজাপতির এক রঙ
অধরে ধর ধর বাকা ভঙ্গি হাসি
ছিল তখন লেগে।


চুলের পারফিউমে
কিছু মৌমাছি এসেছিল আগ্রহের ভুলে।
পোষাকের আধুনিক নান্দনিকতায়
অন্ধও পেয়েছিল জ্যোতি ফিরে...
তবু বিজ্ঞাপনের আকুতি খানি
কোথায় যেন গেল চলে...
যে বেদনায় নিসৃত হলো মুখ গহ্বর থেকে
সে ডালিম বেদনা খানি
কেউ কি জানে?
একজনও কি জানে?