ভুতের দেশে ভুত দেখার জন্য আমন্ত্রণ
জানিয়ে চিঠি লিখেছিল
ভুত সম্প্রদায়ের সভাপতি।
নির্দিষ্ট সম​য়ে নির্দিষ্ট পরিবেশে
ভুত বাড়ির সদর দরজা হলো খোলা।
শিকলে শৃঙ্খলিত ভুতের্
মানবিয় রুপ দেখে দানবীয় কুপের কথা
গিয়েছিলাম ভোলে।
আহা আহা হু হু হি হি
ভুতের কি আপ্যায়ন মাইরি।
গলা টিপার বদলে
হাত টিপে দিল দরদে...
রক্ত খাবার বদলে
রক্ত দান করিতে আসিল সদলে...


এত ভালবাসা মহ্বত পিয়ার
দেখে চোখে এসেছিল জল...
নিষিদ্ধ উদ্যানে নিষিদ্ধ ফলের মত
এসেছিলো যেও কতেক নারী
তারাও কাদিল ভুতের এত
প্রীতি দেখে....
পায়ে ছিল যে হাজার নুপুরিয় তাল
তাও উঠেছিল নেচে।
ঠিক তখনি সমস্বরে সকল ভূতে উঠিল
ভুত হাসি হাসিয়া..
নির্দিষ্ট সম​য়ের নির্দিষ্ট কারণে
ভুত পরিবেশনা
গিয়েছিল থামিয়া।
অন্তধ্যানে অন্তকোনে বলিল ভুত
ভুত যদি এতই মানবীয় হ​য়...
কী কারনে ভুতের
নিমন্ত্রন, দাওয়াত পত্র
গলে ঝুলাতে হ​য়?