কভু কভু মনে হয়্
জীবনের এই হলো সর্বোচ্চ পথ
এই না হলে বাচবো না আর একটা দিন।
এই হলেই কেবলি জীবন হবে সুখেতে রঙ্গিন।
কিন্তু সত্যি কি তাই?
সত্য কি এই তেল হীন সুতার প্রদীপ?
না জীবনে যদি দরজা নাও থাকে ঘরে
তবু সেথায় ঘুম আসে নিরাপদে।
নাও থাকে যদি মাথার পরে ছাতা
আকাশেতেই ছায়া নিয়ে
বাচে জীবন খাতা।
আজিকার পূর্বে যেমনি আসিত
সকাল বিকাল সন্ধ্যা।
আজিকার পর তেমনি আসিবে
সকল সুরভি
ইচ্ছা সুগন্ধা।
চলিবে জীবন বনের মাঝে
রনের কারুকার্যে।
চলিবে সুখ চলিবে দুঃখ
আপন আপনার ওদার্যে।