সাত নম্বর বিপদ সংকেত এনেছে রোয়ানু
সেটা হতে পারে আট কিবা দশ।
সমস্ত কিছু তছনছ করে দিতে পারে
বদলে দিতে পারে মানচিত্র মুখায়ব।
হতে পারে অনেক কিছু
সততার আশ্রয় নিতে পারে ধূর্ত খিলজি।
চরম এক অন্ধকার যুগ নামিয়ে দিতে পারে বাংলায়
তুর্কি নাচনে কেপে উঠতে পারে
ধরনীর শান্ত মাটি,
আওরঙ্গ জেবের সামনে
বার বার জন্ম নিতে পারে
এক গুরু নানক আর শিখ ।
তবু সাত দশের মহাউতসব যাবে কি থেমে?

নাইজেরিয়ার যে কিশোরীর গায়ে
ধর্ষন বিয়েতে
করানু হল অপহরন ধর্মান্তর !!!
তার চেয়ে কি আর বড় হবে রোয়ানু
কি বড় হবে শ্যামল কান্তির
কানে ধরার চেয়ে?
মিথ্যার বেসাতে বসতি বেধেছে যে বিশ্বাস
তাদের চাপাতির তলে রক্তাত যেথায় মানবতা
তার চেয়ে কী বড় হবে
এই বিপদ সঙ্কেত?

আই এসে হাতে মস্তক হীন হচ্ছে
যখন মানব সভ্যতা;
ঊলঙ্গ বিশ্বাসে তালেবান যখন
করছে নারী নির্যাতন/
শিশু বোমায়
আত্মঘাতি আক্রমন
করছে যখন
ওই জঙ্গি মৌলবাদের দল।
তার কাছে নস্যি; দুগ্ধ শিশু
এই সিডর, আইলা ,রোয়ানুদের বল।