আমি আমাদের
বাঙ্গালি মেয়েদের কথা বলছি
ওরা জীব মাত্র অতুলনীয়া।
হাসতে পছন্দ করে
বেশি হাসলে আবার অলক্ষনীয়া বলে।
দাতে তেল হয়েছে বলবে যে লোকে,
তাই মুখে গ্লু লাগিয়ে রাখে।

ঘরের চেয়ে বাহির টা তাদের আদরনীয়
উৎসাহ উদ্দিপনায় বাহির দর্শনেও ব্যাকুল।
তবে বাহিরমুখী কথাটা তাদের কানে
হয়ে আছে কানের দোল।
বাহিরের জগত
অভিভাবকের জমা খরচ পাতায়
না দিলে লিখে সঠিক ভাবে,
বেহাহা বেয়াদব
বাইরমুখী অসভ্য মেয়ে
বলে যে লোকে।

ওরা সোহাগী তবে সোহাগে বিষম রাগী
ওরা স্নেহময়ী তবে স্নেহের কাছে হয় না বৈষ্ণবী।
ওরা আদর চায় তবে অতিআদরে চিন্তিত;
ওরা প্রেম চায় , প্রেমের ব্যবহারে অতিষ্ঠ।
সকাল বিকাল পুজো চায় মনে মনে
পুজোতে আবার বেহায়াপনা
খুঁজে অকারনে।
নিজের সুখ চায় অন্যের শত ব্যবহারে
সুখ সম্মান বেশি হলেই যায় ওরা ক্ষেপে।
লুকিয়ে লুকিয়ে তেতুল খায়
সাজে সোহাগ রাতের চাঁদ।
আয়না দেখিলেই যায় ক্ষেপে
বলে
বাবা মার অমতে
হবে না বিয়ের কাজ।
তোমার প্রতি চাওয়া আমার
গেছে খুব বেড়ে
তা এবার কমাতে হবে
দাদা যে বলেছে।
পাশাপাশি থাকলে দুজন হই চরম খুশি
আমি কি আছি ভাল
সবাইকে জিজ্ঞাসা করে আসি?