এমন সুন্দর নাগর দেখিলাম কেমনে
স্বপন মাঝে যে সদা আসি
করিতো ডাকাতি
করিতো দুষ্টমি শয়তানি
প্রেমের বসন্ত লয়ে মধুকরে মধুকরী/
নাচিতো আমার ললাট ছুয়ে ছুমে
সে আসিল জগত পাগল ফেইসবুকে...


চিকন দেহে চিকন ভংগিতে দাড়ালো
মন পরিচয় প্রোফাইলে...
ঊড়ন্ত হংসের কেশে সাজিয়ে মস্তক
ললাটে সূউচ্চ চুম্বক নজর ধরি
ভ্রুযুগল কামিনী সর্পিল করে
কেমনে সে থাকাল প্রাণলয়ে স্থির চিত্রে...?


গোরা গায়ে নাসিকা মদন গুনে
ওষ্ঠ জোড়া কি বলে কি বলে বেত্তমিজ সুরে।
অধরে আদরে ডাকে ওরে গোপন নজরে
কাছে টানে আচল ধরে
দুঃশাসণ হাতে
প্রেমের কানু দিলে...;
এমন কেমনে দেখিলাম তারে নয়ন খুলে!


সে যে থাকে অনলাইনে সদা
অফ তনু লয়ে!
তবু
আমার আম বাগানে
মকুল আনে বর্ষাকালে/
চাঁদের কান ধরে চাঁদ আনে
মেঘলা বৃষ্টি রাতে/
কলাগাছে কলা পাকায়
বাদুড়ের ঈশারাতে।
কত কিযে বলে ফিস ফিস করে
শব্দহীন মাঠে নিশব্দ আওয়াজে...
তারেই দেখিলাম ফেইসবুকে
দেখিলাম রসিক-সুখ খুনি গুনে
মরিতে চাই আজ তার চিত্র খানি
সদা রেখে মনের মুকুরে...
উতলি উতলি বায়ু সাগরে ডুবি ডুবি
চুপি চুপি কল্প নিশি রাতে।
সখী এমনে দেখিলাম
তাহারে //