আমি জানতাম না তুমি এত নিচে নামবে!!
অন্ধকারে এসে তুমি ইদুর খেয়ে যেতে পার,
লক্ষীর লক্ষী হয়ে ভাগ্যের পুজা নিতে পার,
তাই বলে তুমি নেমে যাবে ডাস্টবিনে?
ঈদুরের সন্ধ্যান নাকি
অন্যের অভিষন্ধিতে পরাজিত হয়ে?
তোমাকে নিয়ে স্বার্থ ব্যবসার খাতিরে
নাম লাগিয়ে দিচ্ছে পতিতালয়ে...
অন্যের গর্দান কাটার জন্যে
তোমাকে নিচ্ছে নিজেরই পদতলে।
নিজের মাকে নিজ হাতে উলঙ্গ করে
দিচ্ছে
যেমন বদনাম প্রতিবেশির কাধে।
তা দেখেও তুমি থাকবে নিশ্চুপ
আধারে এসে আধারেই যাবে চলে?
দিনের আলোতে দেখবে কি না একটু
কেমনে তোমার হয় ধর্ষন
আদরের জমিদারে!!