সব কিছুই মিথ্যে, সবকিছুই অভিনয়....
সবকিছুই ফাকিবাজি , সবকিছুই পলিটিকস
সবকিছুই রেষারেষি, সব কিছুই অজানা যুদ্ধ্/
সবকিছুই ভুল ,সবকিছুই অপবাদ
সবকিছুই অশান্তি সবকিছুই জ্বালা।
সবকিছুই নিথর শব , অপ্রাপ্তি হ্তাশ
সবকিছুই হৃদয় উতালা।
সবকিছুই শিশুর কর্ম , লাটিম ঘুড়ি
গ্রীষ্মের
মধ্য রাতের জ্বালা।
সবকিছুতেই সন্দেহ ;ভুল বুঝাবুঝি
ভাঙ্গা সিন্ধুকে
দেওয়া
স্বর্নের এক তালা।


সবকিছুতেই আধিপত্য , হুকুম আদেশ
মঙ্গল শুধু এক পক্ষ পায়
অন্য পক্ষে
ধারাপাতের রেশ।
সবকিছুতেই চলে ভাই ধর্মের লোভী ব্যবসা
মনেতে তার বেহেস্ত যাওয়া , দুনিয়ায় পয়সা।
সবকিছুতেই ঘন্টি বাজে, কারো না কারো দিলে
এক চুমকির বিয়ে হয় আরেক চুমকির জলে।
সবকিছুতেই নষ্টামি আর গোপন অভিলাষ
যে যত বড় সফল সে তত বড়ই সর্বনাশ।
সবকিছু আজ নেই সবকিছুতে জুরে
গোল বলটার দুনিয়াটা
এই সব
রাখল কেমনে ধরে?
দলাদলি ভাগাভাগিতে
দুনিয়া খান খান
এক ঘরে হাসি জাগিলে
অন্য ঘর
মাতমে দেয় টান।


কোথায় যেন পশু আজ হয়েছে মানুষ
মনুষ্যত্ব ছাড়িয়া মানব ধর্মে নিচে রূপ।
প্রেমের নেশায় জন্ম যেথায়
সেথায়
প্রেমের নাই স্বীকৃতি।
সামাজিকতার চক্ষু দস্তগতে
বিয়ে হয়
হয় দেহ ভোগের রীতি।
করে যাহা আপন হাতে
মানব মানে না সে নিজেই।
যে ব্রাহ্মণ পৈতা নেয় নি
সে আজ
পৈতা তে খাবি খাবেই।
কোথায় জানি উল্টা পল্টা
দুনিয়ার হিসাব
ভাল ছেলে ভাল
মায়ের কোলে
শাশুড়িতে খারাব।
বোনের চোখে ভাইয়ের রূপ
যেমন হয় সদা
সেই বোনেরই স্বামীর
তেমন রূপ
আস্ত একটা গাধা।
কোথায় জানি হিসেবে আর
মিলেনা আজকাল
এক হাতে সকাল
তাই
অন্য হাতে বিকাল্।