চল আমরা একটু অভিনয় করি
মিথ্যে সাজার চেষ্টা করি।
দেখি অভিনয়টা কতটা অভিনয়?
নাকি প্রতিদিন বেচে আছি যেমনে
আপনাকে আপনার কাছ থেকে লুকায়ে
পিতা মাতা পরিজনে
পছন্দের তালিকায় সং সেজে
তাকেই অভিহিত করি অভিনয়ে।
মিথ্যাকে বুকে জড়ায়ে চল দেখি
সত্য থেকে আছি কত দূরে?
সমাজের লাল চশমার
লাল ষাড় চোখে
আর কতই লুকাবে
আপনারে।
হৃদয় বর্গা দিয়ে
কেমনে বাচিবে
গৃহপালিত দাসত্বের জীবন লয়ে?
বাচা মরার হিসাব খানি
যদি থাকে
তোমার আত্মার ঠায়।
আত্মকেই জিজ্ঞাস করো সখী
বাচিবার উপায়॥
অভিনয়ে বাচিয়া সদা
বাস্তব নিরেট সত্য কে
বল
অভিনয় কিসের দায়?
চল না
কিছু অভিনয় করি
অভিনয় বুঝিবার উপায়।