যা যেভাবে হঠাৎ করে বললে
আর খেলবে না
পড়ে রইলো মোর পুতুল খেলা
পুতুলে পুতুলে
বিয়ের বেলা...।
বলেছিল সানাই বাজবে পুতুলের বিয়েতে
লাল শাড়িতে সাজবে কনে
বর সাদা ধুতিতে।
কেনা লাল শাড়ি আজ
কেনা হল ধুতি
তুলসী তলায় প্রদীপ জ্বলল
তুমি নাই শুধু সাথী।
বলেছিলে কেমন হবে বিয়ের অধিবাস
কেমন হবে গায়ে হলুদ
আর মঙ্গল সহবাস।
অভিসারে নাচিতো যেমন
রাধা কৃষ্ণ সখি
বিয়ের ঢেউয়ে ভাসবো মোরা
যেন কাজল মাখা আখি।
বলেছিলে সবকিছূ
বলেছিলে প্রতি ইচ্ছার খনি।
বলো নি শুধু আজকের দিন
আর তব খেয়াল খুশির শনি।