কারো হাতে তারা গুলো আছে গাথা
আকাশ জুড়ে...
কোটি তারায় বানানু এক চাঁদ
লেগে আছে আকাশ কোনে
ধোয়াশা রঙের তুলা মেঘ গুলের
হৃদপিন্ডের রক্তে চলছে বেগে
তারা ছুয়ে ছুয়ে।
তবুও রকেট বেগে পলাচ্ছে  চাঁদ
মাঝে মাঝে কৃষ্ণ মেঘ মধ্য
লজ্জিত রাধা হয়ে।
ঊত্তর হাওয়া শীতল বরফের যে বার্তা
দিচ্ছে দেহকে শির শিরে আলতো ছুয়ে
সেথায় এক সুকেশের ছায়া
ছুয়েছে চিবুক আমার্
পরম আল্পনার ঢঙে ঢঙে।
ঝি ঝি পোকার অবিরাম জপ মালা
দূর কোথায় দু একটি প্রভু কুকূরের
অযথা শব্দ আলিঙ্গন ;
নিশ্চুপ শহরে হঠাৎ মধ্য রাতের উড়োজাহাজ্
যখন ধরিল চাদনীর আকাশি নগর।
তখনি মনে হল প্রিয়া
আজ সারাটি প্রহর প্রহর বেলা
তোমাকে স্মরন স্রোতে
করিলাম বরণ।


হয়তো তোমার আমেরিকার আকাশে
চাঁদ উঠে না এমন
তারাও থাকে না গাথা সুনিপনে
মিষ্টি ঝির ঝির বাতাসে উড়ে না তোমার
সিথির চুল আনমনে।
হয়তো তোমার শহরে কুকুর নেই
নেই রাতের নিদারুন কষ্টের কুকুরের ডাক ।
রাস্তার পাশেই বড় বড় শপিং মলে
হয়তো তোমাদের জন্যে   চাঁদ
সাজিয়ে রাখে বিক্রেতা,
নামি দামি বিশ্ববিদ্যালয় হতে
নামি দামি টাকায়
তোমাদের   চাঁদ কিনে দেয় পিতা মাতা ।
তোমাদের তারা গুলোও
হয়তো সাজানু হয়্
নানা আত্মীয় পরিজনের ,নানান ইচ্ছায় ....
তবুও তো তোমাদের কাছে
এক ধরনের  চাঁদ আছে
আর আছে তারা.../
আমার   চাঁদ যে দূরে থাকে
আকাশ জুড়ে আমার থাকে
আমায় নিয়ে তারে রাখে
করে একেলা।
করে একেলা।