সেদিন বিষ গাছে আম ফল ধরেছিল
প্রচন্ড ক্ষুধায় পিপাসায় খেয়েছিল মানুষ...
সেদিন থেকে আজকের দিনটি শুরু
সেদিন থেকে কেয়ামতের পথে যাত্রা।
সেদিন থেকে বাজায় না বাশি কেউ
করে না পুষ্পের চাষ পুষ্প
অস্ত্রের পায়ে চলে মাটি থেকে শুন্য
নগ্নতার সাপে দখল প্রতি বায়ু কনা।
সেদিন থেকেই বই খেয়েছে উই পোকা
আপনাকে হারিয়েছে মানুষ আপনার থেকে
প্রেমের চেয়ে হিংসা আর
ধর্মের চেয়ে চাপাতি
চলে বহুমূল্যে।
আমের রসে নীলাভ নিরুপায় ধরা
সেদিন থেকেই মানুষের জন্যে ন​য়
মানুষের এ পাড়া।


মন থেকে মনের দূরত্বে
চলে যায় যারা॥