পুজোর পুষ্পথালি তিল আতপে সাজানু
কয়েকটা বেল পাতা
আর মাটির সাথে মিশে থাকা দূর্বাঘাস ।
আহা কি অপূর্ব সমাহার পুজার...
দেবীর তরে পুজার আয়োজন
এই
এই মাত্র মাটির ঘটি ,
তার পরে কাচা নারিকেল
আর কয়েকটি আম্র পত্র!!
বিশ্বাস হয় না আমার
বিশ্বাস হয় না দেবীর
আবাহন কেবল উলুতে!!
কেবলি মনের ডাকেতে....!!
এই দেবীর হয় না কি প্রয়োজন্
আমেরিকান মাইয়ার মতন...?
আমার এক খান ভাল চাকরি
কিবা ভাল ডিগ্রী,
ভাল ভাল পেপারে
ভাল পরিচয়?
দরকার কি হয় না তার
আমার
ভাল রত্ন চেয়ার বা হীরার পাদূকা?

দেবী কি বোকা?

দেবী তো নয় বুদ্ধিমতি ভাল্
আমার নিউয়র্কের মতন।
মনের আরতি আরধনার ভাষায়
বিশ্বাসে ভর করে মাতা
স্বর্গ ছেড়ে মর্তে আসিল
শুধু প্রেম ভালবাসায় ?
আর
মর্তের দেবী
বিশ্বাস নির্বাসনে দেয়ি
মর্তই থাকি
ভুলিল মর্ত
ভালবাসার  শকুনি পাশায়?।