সারা রাত ফ্যানের সাউন্ডের মত যে হাতিটি
কী জানি বলে যায়  মনে...
সে নিশ্চিত পাশের বাথ রুমের নল হত
পানি পড়ার মত এক রন্ধন শিল্প ভুল।
বেদনার বাজার হতে বাবার সাথে
বায়না ধরে কেনা এক
আমেরিকান আলমারি পুতুল।
বিছানার উপর নরম গর্ত ইচ্ছাখানি
যতটা রয়েছে মোর অংগ আয়তনে...
ততটাই বাইরের রাস্তার পাশে সড়ক বাতি
নিশি ভরে চাঁদের সাথে রয়েছে জেগে।


আমি ততটাই
ঐচ্ছিক সেহেরি স্বপ্ন ত্যাগী সাধক,
সারাদিন ভর
গ্রীন হাউজ কর্ম মস্তিস্কে...
এক ফোটা বেদনার জলে
করি কালি পুজা
কারো খেয়াল খুশির
মন্দিরে
যজ্ঞ সমেত পাঠা বলি
হইতে।