স্বাগতম আমাদের শান্তির নগরীতে
আমাদের সুন্দর একটা স্বপ্ন আছে
আছে সুন্দরের তরে সুন্দর কতগুলো অভ্যাস।
আমাদের বিলাস আছে  আসমানের উপর
ধরার পরের আম দুধের ফোয়ারা পাবার।
আমাদের ভয় আছে
এত সুন্দর আরাম বিলাসী
কল্প জীবনের লাইন হারাবার।
আমাদের নগরে
নিজের কর্মগুলো নির্ধারিত
অন্যের কর্মের
কেবল বিপরীতে।
অন্যের গীবত আর তোষামোদের
ঘুষ প্রাথনায়
বিবেক বাড়াই মন্থনে।


এখানে ঘুম থেকে উঠে দেখবেন
আপনার আশেপাশের ফুল গুলোই
ক্রমান্বয়ে
এক একটি সাপ।
জানাশুনা পানির টিউবওয়েল গুলো
বিষের কারখানা।
পাশের বিরাট বিলাসি লাইব্রেরীটাও
এক একটা আওরজ্ঞজেব
শিখ জাতির সম্মুখে।
এখানে তুলার বিছানা হয়
অজগরের জিহ্বার কোমলতায়।
বিড়াল হয়ে
মাছ খেয়ে
কাটা ফেলি
প্রতিবেশির
টিনের ছালায়।
স্বাগতম হে বিশ্ব আমার শান্তির
অন্তশালায়।