তারা আকাশ থেকে নেমে আসেনি
পাতাল থেকেও উঠে আসেনি রাজ মাতা।
ওরা এই বাগানের পচে যাওয়া বর্নচোরা
ফল থেকেই জন্মেছে এক সাথে...
ভেতরে ভেতরে ওদের বসবাস
নানান ফুলের অন্দরে অন্দরে।
ওরা বসে আছে রসুনের মত
শোলাকিয়ার ইমামের বিরুদ্ধের রসূন...
রাজাকারের পক্ষের রসুন...
ভারত বিরোধিতার রসুন...
ক্ষমতার শোকের রসুন...
রসুন ওই পাক নেশায় মত্ত সমাজ...।
ওরা আসল রূপে আসিলেই কেবল বিষাক্ত সাপ
অন্যথায়  আতর মাখানু সুরৎ ধার্মিক
ধর্মের তরে ধর্মের আশে পাশে
নিবেদিত প্রাণ।
ওদের বিরুদ্ধে নেই কোন শাপলা চত্বর আস্তিক;
মুচকি হাসি কোথায় যেন বাজায় আরবের
খেজুর নৃত্য।
হাতে হোক , চামচে হোক , হোক অন্যের হস্তে
খাবার তো খাওয়া হল
ঢালা হল একই উদর লক্ষ্যে।
ওরা আস্তিকের বিশেষ সৈন্য
যে সৈন্য এনে দিয়েছিল বিজয়
ওই রাজিবের খুনে।
তখন কি দেখিতে পাও নি মাতা
কারা হেসেছিল
কারা তুলেছিল
জয়ের কন্ঠ পতাকা
দেশ জুরে
ওদের তরে....!!


তাই সালাম সালাম হে আস্তিক
সালাম লও প্রগতির বিরুদ্ধে...
সালাম লও মুক্ত বুদ্ধি রোধ করার সাহসে...
রাজিবের খুনে তোমাদের যে সম্মতি আবির্ভাব
দীপন অভিতে তোমাদের যে মৌনতা পিঠ চাপড়ানু
তারাই তো আজ তোমাদের থলের বিড়াল।
তারাই তোমাদের অপ্রকাশিত তৃতীয় হস্ত্
সালাম লও
হে সমাজের মান্যবর
আনিবার কারনে এমন
সূর্যাস্ত ॥