তোমার বক্ষ বন্ধনীর মত যে আধার
লুকিয়ে আছে এই সমান্তরাল হাওড় বাওড়ে।
সেথায় হাকালুকির দরে পাখি বিক্রি হয়
রুই কাতলার সাদে বানিয়াচং সম
সুখ পোস্টারিং হয়.../
বর্ষার পানির তালে ডাক আসে
কার্ল মার্কসের গুরু পাঠ্য পাড়ার।
গাজির দল হয়ত
ভুলিয়ে দেয় হিন্দু মুসলিমের মন্দির মসজিদ।
পানসী নৌকায় বসে
ধানের বোঝাইয়ে জল মাফে
ওই গ্রাম্য বণিক।
কাঠাল বোঝাই নায়ে ডাকাতের চোখ দেখে যায়
সকল সরলতা জনে জনে।
বাড়ির পাশে বড়সি হাতে মাছ ধরা
তেতুল আনন্দ
বেড়ে যায় প্রহর থেকে প্রহরে।
তবু কি মনে হয় কোথায়ও
এই রঙ্গিন পোষাকের বাহির আয়তন
বাড়ে
ভেতরে কারো ঢেকে রাখা আয়তনে।
জীবন যতই হয় সুন্দর্
ততই সে দাড়ায়
সংযত বক্ষবন্ধনিতে॥