মাছের কাটায় আজ বিড়াল হাসপাতালে
সাইরেন বাজিয়ে কারফিউ
অদৃশ্য
ধার্মিক শয়তান
সাড়ায় সাড়ায় সারা দেশ।
কোথা থেকে মাছিতে এত গোবর জন্মায়্
তা কেউ জানে না ....
দেখে শুধু ক্লাসিক তালে চাপাতি নৃত্য ।
বিশুদ্ধ পারফিউমে দূরগন্ধের চরম ত্যাজ...
সর্প ফনার কলি কলি জরৎকারুদের উদ্যানে...
কী বলে? চলি/
কী বলে? দেখি/
কী বলে? ভাবি /
তাই যে বিবেচ্য তাদের আদালতে।


তুমি সবার পা ভাঙ্গিয়া  
জুতার দোকান বসাও হেথায়,
তুমি স্বনাম ধন্য ব্যবসায়ী।
অন্যের কবরে শ্মশানে
সাজাও রাজ্ধানী
তুমি ই হবে সত্য শান্তি কামি।


পীচ নামে
পরের পীচ শিকারী