সতত সত্যে মিলি
তাহার সনে
গোপনে রাখি প্রকাশ;
শত চুম্বনে মিলি চন্দ্রিমা রাতি
নগ নাগিনে মিলিত বিকাশ।
ভেতরে ভ্রমর জাগি
বেশ্যা সনে বেশ্যা সাজি
নষ্ট গাঙে নষ্ট গোসল্
কাপড়ে কাপড়ে কাজি।
বিচার আমার মরন শালা
বাইরে আগুন ভিতরে জ্বালা
নখে বাড়ে নখের লাভা
অঙ্গুলিতে
পঞ্চায়েত সাজা।
পালকের ভেতরে বাসা
আমার দয়াল সেথায়
বড় চাষা।
চাষ করিয়া অঙ্গ জমি
আমায় বলে ফসল থামা।
আমি বেশ্যা আমার মাঝে
কল্পনারই বিজ্ঞ সুখে
আমি কলা গাছে
ফুল ধরালে
মালিক কেন যায় রেগে?
মানব না আর এমন রীতি
যেথায় আগুণ চায়
ঠান্ডা প্রীতি
আমি দাবানল হয়ে
অরণ্য খাব
কে আমায় ঠকায় দেখি?