ভালবাস বলেই তোমায় বাসিতে হবে ভাল?
ভাবিতে হবে চমৎকার বিনোদন !!!
এমন খেলনা তোমার হাতের নই বিনোদিনী।
তুমি সূর্য দেখতে চাও- তা দেখাব তোমাকে
তুমি হিল সো পড়ে হাটতে চাও- হাটাবো তোমাকে।
কিন্তু তুমি!!! তুমি কি দেখেছ আমার চোখের নজর?
বুকের জমি খানি কীভাবে কে করেছে চাষ?
তুমি কী দেখেছ কেমনে আমি হলাম এত বড়
কার হাতে হলাম মনের মত তোমার।
কোন হাড়ির ভাতে বেড়েছে আমার জগৎ পরিচয়?
কার আঁচলে মুখ মুছে অঞ্জলী দিয়ে
দাড়িয়ে আছি সংসার সমরে?
কার পাঠশালায় আমি আজও চিরন্তন ছাত্র?
চিরন্তন অনুসারি কার সুদর্শন চরিত্রে?
তাদের তরে কি রেখেছ এক চন্দ্রামৃত ভালবাসা?
চন্দ্রধর হস্তেও কি দিয়েছ সেথায় বক্ষ ফুল?
নেমেছ কি সেথায় আমার অন্বেষণে?
বলেছ কি কিছু কথা ; কিছু প্রেম আমার তরে?
পুজেছ কি ওই কৈলাস শৃঙ্গ , নিবাস বিধাতার?
উজ্জ্বল সমুদ্র জলে পরিচয় নেয় যে পারাবার।
তাহা যদি না করো ওহে রাই
রাখ তোমার বৃন্দাবন
নিজেই করে শুন্য কানাই।