আজ আপনার নট্য দরবারে কত টাকায়
বিক্রি যাচ্ছি আমি রাজ মাতা?
কত?
না না, একি বলছ পূর্নাকাশ রাজ বৎস
তুমি তো অমুল্যবান সাত রাজার ধন।


জানি মাতৃ জননী,,,জানি
কচ্ছপ পায়ে,কচ্ছপের ঘরানায়
আজ আমি মূল্য হীন অমূল্যধন।
আজ আমাকে পেতেই পাতাল হতে
উঠে আসা সাপের মূখে স্বপ্নের মধু আর মধু।
যে মৃত্যু মত অসুরও
আমার মস্তকের জন্য ছিল উন্মাতাল
তার হাতে আজ ফুল আর ফুল,,,।
সবচেয়ে নিরাপদ নির্মম কারাগারেও
আজ বাসর শয্যার মত ফুলের বিচরণ।


রাজমাতা,,,আজ আমার জন্য
আপনার রাজ্যের পুকুরে, নদীতে,
নালাতে শুধু দুধের ফোয়ারা,,,
চারদিকে চন্দন কাঠের বিজয় উল্লাসিত সুবাস।
আজ আমি আপনার রাজ্যে রাহু নই,শনি নই
আমি এক বৃহস্পতি।
আমার জন্য আজ রাজ ভোগের থালায়
একশত আটটি পদ্মফুল,,
নারীর মুখের বাকা হাসির জন্য
আমিই এক উত্তম পাত্র।
আমাকে দিয়েই বলির পূন্য
অর্জিত হবে আপনার আসনে।
আমাকে দিয়েই পূজা হবে আপনার মন্দিরে।


কারন আমি এখন পূর্ণ রাতের পূর্ণ চন্দ্র যুবক,,,
আমি যে ভোট দিতে শিখে গেছি যাত্রার নির্বাচনে,,,।
আমাকে ত্রিশ বছরের দায়ে
গলাটিপে মৃত ঘোষণা,,বড়ই বেমানান
এই সময়ের ময়দানে।
এখন আমার সামনে আপনার
প্রতিশ্রুতি দেবার লাটিম মৌসুম,,,
এখন আমাকে ছড়া শুনানোর প্রজনন কাল
এখন আমাকে মানুষ বলে গণ্য করার
আপনার চুড়ান্ত মুমুর্ষু সকাল।