বিপদ যেন চারদিক দখল করে নিয়েছে,,
আর এর মাঝেই সাতরাচ্ছে মানুষ,,,
ওহে সভ্য ফেরেস্তার দল,,,
এই পৃথিবীতে মানুষ বাঁচতে চায়,,
একটু স্বাধীনতা চায়,,নিরাপত্তা চায় জীবনের।
এখানে কেউ হাত খোলেই হতে চায় না অপরাধী,,
পা মেলেই চায় না গ্রাসিতে সব,,
এখানে মানুষ খাদ্য চায়,,উন্মুক্ত আকাশ চায়
চায় উন্মুক্ত সীমানা,,,
মানুষ পেট ভরে খেতে চায়,,ছায়ার নিচে স্বস্তি চায়
চায় ,চায় চায় এক মুটো ভালবাসা,,,
মানুষ জলের কাছে জল চায়
ফুলের কাছে ফুল,,,
মানুষ ঈশ্বরের কাছে ঈশ্বর চায়
করেও হাজার ভুল।


কিন্তু কোথায় এসব?
কোন কারাগারে বন্দি আছে কংসের।
কোথায় শান্তির কুমন্ডল জল
কোথায় নিশ্চুপ নীরবতা,,
কোথায় এক সাগর অমৃত
কোথায় বিশ্বপিতা!


নাকি বিপদের জল জোয়ারে
ভাসছে কক্ষপথ,,
আর ভাসছি আমরা,,
এক বুক শ্বাস এর দাম
এক অন্তহীন বিপদগ্রস্থতা।