১)
চারদিকেউন্নয়নের গর্ভপাতের ব্যথা
তুমি মাংস হও কিবা নিরামিষ,,
ক্ষুধার্ত খাদক উন্নয়ন তোমাকে খাবেই,,
তোমার জবানের উপর রেখে দিবে
সেই খাদ্যের হাড়,,,
ব্রাহ্মণ গণ চোখ বন্ধ করে
পূজা যে করছেন উন্নয়নের,,
সে উন্নয়ন মন্দিরে দেবীর নামে
খরগ হাতে ডাকিনী যোগিনী,,
উল্লাসের হাতে চোখ বন্ধ করছেন
উন্নয়নের জ্বলন্ত নরকে,,,
হায়েন্স বেশি উন্নয়ন,
তাই আজ ইট দেখিয়ে,,
অধিকার লুটে নেয় হাতে নাতে,,
প্রাণ নিয়ে নেয় দর্প অহংকারে।


২)
জুতাকে নদীর জলে ভাসাতে গেলাম,,
সে আমাকে বলল,,আমাকে পুড়ে ফেল,,তবু অপমানিত করো না আমায়,,,
আমি রাস্তার কুকুর গুলিকে নামাতে চাইলাম জলে,,
ওরা বলল,,আমাদের নালায় ভাসিয়ে দিন,,তবু এমন অসম্মান করো না জীবনে,,,
আমি বিষাক্ত পোকা গুলিকে ভেবেছিলাম বিসর্জন দিব জলে,,,
ওরা তো হেসে খুন,,,
এমন সৌভাগ্য নাকি কভু ছিল না তাদের জীবনে,,,
জল নিয়ে নাকি এখন অসুর ও ছল করে,, সত্যের শাড়ি পরে


৩)
দাঁড়া তোর ছেলে হোক,,
আমি ওর নাম রাখব পাখা,,,
এমনিতেই উড়বে ও,,
পুরুষ জন্ম যে,,,,
তবু কোলে পিঠে করে
বড় করার কালে দেখব,,শিখব
পাখা কেমনে উড়ে,,কীভাবে উড়ে,,
বড় হয়ে এ নাম নিয়ে খুব লজ্জা পাবে ও,,
মনে মনে বলবেও,,দেখ দেখ বুড়নি পিসিমা আমার নাম রাখার আর শব্দ পেলো না,,,
এই না, সেই না আমার নাম রাখলো কি না পাখা,,,মানে ডানা,,,
সত্যি বলতে কি,,আমার মনের ভিতর এর চেয়ে আর ভালো কোন শব্দ নেইরে,,,
এই শব্দটাই যে বসে আছে দেবতার চেয়ারে।


৪)
আরো ঘুমাবি,,
পাশের দেয়ালের দিকে তাকিয়ে দেখ
কত দিন ধরে জেগে আছে,,
একটুও ঘুমাতে পারে নি,,
তুই ঘুমাবি বলে,,তোকে নিরাপদ রাখবে বলে,,
তুই কি এমন কোন দেয়াল,,কারো জন্যে?
কে সে? কারা ওরা,,,
ওরা কি ঘুমাতে পারে?