১)


আবার,,হ্যা আবার একটা চন্দন মাখা সকাল চাই
যে সকালের আলোর মাঝে শুধু থাকবে সদ্য গঙ্গা স্নান করা
আলো আর আলো,,,
যে সকালের বুকে ভেসে বেড়াবে
সবুজ রঙের সকল পাখি,,
যে সকালের বাতাসে মিশে থাকবে
প্রানের পুষ্পার্ঘ্য।


আবার এমন একটি সকাল চাই
যে সকালে হবে তোমার, তোমার সকলের কাছেই কেবল তোমার।
যে তোমার শব্দটির হাত ধরেই
দেবতারা আবার হবেন মাটি মাখা দেবতা৷  
সকল পাহাড় মিশে যাবে সমতলের সাথে,
বড় বড় নদীতে নিমন্ত্রিত হবে
ছোট ছোট নদী,,
তারপর গলাগলি করে একসাথে
সাগরে সমর্পণ।


ঠিক এমন একটি পূণ্যার্থী সকাল চাই ,,,
চাই, চাই, চাই মিছিলে মিছিলে চাই
স্লোগানে স্লোগানে চাই৷  
পদ হতে পদে,,
গৃহ হতে গৃহে,,
হৃদ হতে হৃদে,,,।


আবার একটি সত্য সকাল
আমাকে যে দিতেই হবে,,,,
আমাকে যে পেতেই হবে,,,,,


২)


আমরা দিনকে দিন
আলোর সাথে গ্রহণান্বিত আলোর মত
আঁধারের সাথে সর্প আঁধারের মত
বোবার চেয়েও হচ্ছি বোবা,,।
আমাদের পত্র জিহবার উপর
বাসা বেধে নিচ্ছে
সমাজের বর্জ পাথর,,,
আমরা আলোর মত হাটতে গিয়েও
অন্ধকারের মত যাচ্ছি অন্ধকারে মিশে,,,


আমাদের পুস্তক হাতে যতটা কর্ম
ঠিক ততটাই বাধা,, পায়ের নিচে পথে।
আমাদের এখন
চারদিকের শকুনের প্রজনন
উদাযাপন দেখার সময়,,,
আমাদের এখন মিথ্যার সত্য রূপে
বাহবা অনুভব করার সময়,,
আমাদের এখন চোখ বন্ধ করে
জ্বি হুজুর৷ জ্বি হুজুর বলে
জিকির করার সময়।
আমাদের এখন বোবা হবার
উপযুক্ত গর্জিত সময়।


৩)
আমি ভাবি আমার চোখের উপর
কাজলের মত লেগে থাকা স্বপ্নটা
কোথায় জানি রাতের মত গেল হারিয়ে।
কেন জানি মনে হয় আজ তার হাতে,,
মাটি কুড়ার মত অনেক কাজ,,,
অনেক সাধনা বালতিতে থাকা
জলের পবিত্রতা রক্ষার,,,।
আয়তন রক্ষার চেয়ে পবিত্রতা
রক্ষার কাজ যে অনেক বড়।


তাই ঈশ্বরেই করি জিজ্ঞাসা
কেন এমন স্বপ্ন চোখ,,,
কেন এমন চতুর্দিকের মাটি উড়া তামাসা।


৪)
আমরা যে এক বেল পাতার নিচে পোকার মত জীবন নিয়ে আছি বেশ সুখে,,,
চারদিকে শুধু হাসির তালে কান্নার প্রতি্যোগিতা,,,


কোথায় যে মৃত্যুর মত জন্ম নিচ্ছে জীবন
কোথাও যে পাতালের মত বাড়ছে শুধু আকাশ
যে হাড়িতে সিদ্ধ হবার কথা অন্ন
সেখানে আজ বিষের বংশবৃদ্ধি।


প্রেমের মত শান্তির কথা বলে
বাজারে চলছে বেশ আগুন।
রাজার কথা বলে সজ্জিত ভিখারী
স্থান নিয়েছে দখল রাজ সিংহাসনে।
দিয়েছে ছড়ায়ে ভালবাসার মোড়কে
ঘৃনার প্রজনন,,
নন্দিত করেছে তাকেই,,,
নিন্দিত যার যতটা অন্তর বদন।


৫)
যে সুখের নামে দুঃখ লয় পোষে
সেইত ভালবাসায় ভালবাসে।
সে হতে পারে  গায়ের উপর উল্কি আঁকার ব্যথা
হতে পারে নাক ছিদ্র করা নাঁকফুল,,,
সে হতে পারে ইচ্ছে করে
মনের দরে স্পর্ষিত নানান ভুল।


ভালবাসা আমার দুয়ারে
আমি হীন এক সন্ন্যাস ব্যাকুল।