***
এই দিনটির জন্য
অপেক্ষা করতে হয়েছে
অনেক জোনাকির,, ।
অনেক অন্ধকার পথ
অতিক্রম করে আসতে হয়েছে
আপন আপন আলোয়।


এ দিনটি এত সহজেই আসেনি নাবিক,,
অনেক নৌকাই ডুবিয়ে দিতে হয়েছে জলে,,
আবার অনেক ভেলাই ভাসিয়ে রাখতে হয়েছে সলিলে।


এদিনটি আপন মনের
অনেক হৃদয় দেবদেবীর পূজার ফসল।
এ দিনটি অনেক স্বপ্ন চাষে ঘামের ফসল
এ দিনটি অনেক শপথের একটি পথের ফসল
এ দিনটি বিবাহের মালায় আবদ্ধ
দুটি আত্মায়  রচিত,,,
এক নব্য জীবন্ত তাজমহল।


১)
যাকে দেখব দেখব বলে
কাটিয়ে দিলাম অনেকটা রজনী অন্ধকারে,,
জমিয়ে রেখে দিয়েছিলাম
প্রতিদিন না জ্বালানো মোমবাতি গুলি,,,।


আজ তাদের সবাইকে একসাথে দেখাবো প্রদীপ জীবন,,,
আলোর মত আলো হয়ে ওরা জ্বলবে,,,
ঈশ্বরের আশীর্বাদ এর মত
ওরা হবে সুন্দর,,সুন্দর সুন্দর,,
সেই সুন্দরের পাশে এতদিনের কাঠমূর্তি এই আমি আজ বসব,,,
ওদেরকে দেখাব,,,ওদেরকে জানাব,,,
আমার চেয়ে আলোকিত আজ কেউ নেই,,
আমার খুশির মত এত সুন্দর
আজ পৃথিবীতে আর কিছুই নেই
কিছুই নেই


২)
সবাই এখন নেতা হতে চায়,,
চামচিকার পাখাও স্বপ্ন দেখে
আকাশ ডেকে দিবে পাখায়,,,
মাটির নিচ দিয়ে চলে যাওয়া
ইদুর,,,
সেও সেও চালাতে চায় বিলাসী গাড়ি।
লাউয়ের ফুল লাউ মরিবার আগেও
থাকতে চায় সতেজ সুন্দর হয়ে।
যে জুতা পায়ের আদর নিয়েই পথ বানায়
অবলীলায়,,,,
সে জুতাও এখন মানুষের মাথায়
পুতুলের সুতো বাধতে চায়,,,
চায় ঘুমিয়ে থাকা রজনী
দিবসের নেতা হয়ে চলে যেতে সেথায়,,,
যেখানে মানুষের জন্য মানুষ হয় লিপিবদ্ধ
নেতৃত্বের বলশালী কথায় কথায়।
যেখানে পাপ পূন্যের হয় ব্যবধান
জ্ঞানের কৈলাস হতে,,,
যেখানে জ্ঞানের,গুনের লাঙ্গল চাষে
জন্ম নেয় সংবিধান
সর্বজনের তরে
সর্বগুনের জ্যোতে,,,,


আজ সেখানেই সবাই নেতা হতে চায়
পাখির ডানায় উড়োজাহাজের ডানা বসানোর
একান্ত রম্য বিলাসে,,,
একান্ত বিলাসী বিলাসে।
আজ সবাই নেতা হতে চায়,,,
হাসাতে আসিয়া হেসে,,,
আজ সবাই নেতা হতে চায়
নেতারে উপহাসে।