১)
হিন্দু বাড়ি হিন্দু বাড়ি
লাউ ধরেছে বেশ।
লাঊ দিয়ে কবে বলো
ছাড়বে এ দেশ।
কবে দিবে ভিটা বাড়ি
মোল্লার হাতে তুলি?


মোল্লা হুজুর মোল্লা হুজুর
দিও নাকো গালি,,,
আর কয়টা দিন সবুর করো
দেশ দিচ্ছি ছাড়ি।


২)
পেয়ারা ডালিম ঝুলছে ডালে
লটর বটর করে,,,
পাশে বসে ঠুনঠুনিটা
টুনটুনটুন করে।
তা দেখি কুড়াল পাখি
আসছে উড়ে বেশ।
বিড়াল মিয়া তা দেখিয়া
খাইতে চায় সন্দেশ।


৩)


বিলের মাঝে শাপলা ফোটে
পুকুর পাড়ে গন্ধরাজ।
পরী রানী চুলের পরে
পড়েন পুষ্পতাজ।
দেব দেবী মন্দির ছাড়ি
হাটেন ফুলে ফুলে,,
সকাল বেলা খোকা তাই
ফুল তুলিতে চলে।


৪)


ভাঙ্গা চাঁদ ভাঙ্গা চাঁদ
ভাঙ্গা ঘরে এসো,,
মা তোমায় ডাকছি বাবা
খোকার পাশে বসো।
খোকা তোমায় আদর দিবে
দিবে ভালবাসা,,
আমি তোমায় চুমু দিব
তুমি দিও আশা।


যদি তুমি না আসো
এই ভাঙ্গা ঘরে,,
বড় হয়ে খোকা আমার
তোমায় আনবে ধরে।


৫)


মাছের গায়ে গাছের পাতা
এঁকে দিলো কে?
রঙ পেন্সিল হাতে নিয়ে
হাসে খুকি খিলখিলিয়ে।
বলে খুকি হাত নাড়িয়া
না, না,না,,,
আমি এবার নদী আঁকি
মাছ তায় দিব ছাড়িয়া।