বনের পশুর জীবন, বনে করে জয়গান;
পরিবার আয়তনে শিশুও শক্তিমান।
সংখ্যালঘু হয়ে যে বাস করে নিজের দেশে,
সেই কেবল জানে জীবনের কী অপমান।


পতঙ্গের দেশে পতঙ্গের আছে জীবন অভিযান
সুখেতে তাই তারা সদা গেয়ে যায় গান।
যার জন্ম হয় সংখ্যালঘু হয়ে আপন দেশে
সেথায় আলো বাতাস হঠাৎ হয় তার শ্মশান।


পানিতে মাছ দেখিয়া বুঝ না জীবন অভিধান
হরিণের পালে হরিণ বুঝবে কী ভয়ের বিধান?
যে মানুষ সংখ্যালঘু হলো কোন এক পরিচয়ে
তাকে জিজ্ঞাস কর কেমন হয়রে তুফান।