১)
ইস একটু উঠানে চল,,
আজ দেখাব  চাঁদ কোথায়রে
জানালার খিড়কি ভেঙ্গে
এ যে বসে আছে আমার ঘরে


ঝোপ ঝারে নদী নালায়,খাল বিলে
কত খানে গিয়েছে চাঁদরে খোঁজে
হায় হায়,,হায় হায়,,
কে জানতো বলো এ ভবে
আমি বসে আছি চাঁদের আপন হয়ে!!


চাঁদ রানী চাঁদ রানী শুন আমারে
তোমার চিবুক ধরে দেখব দুনিয়ারে
হায় হায়,,, হায় হায়
কে জানতো কেমনে এ ভবে
আমি আছি তোমার বুকের ভেতরে।


রুবেলের চাঁদ রুবেল সাথে
বলবে নানান কথা যা কভু বলেনিরে।
হায় হায়,,, হায় হায়
ও বেসরমী চাঁদ যা যা নদীর জলে
ডুবে ডুবে মর,,প্রেমের কারনে।


২)


শাপলা ফুল শাপলা ফুল
ডুবে ডুবে কি বলো জলকে?
আমাকে শিখিয়ে দেনা কিছু
আমিও বলব তার কানে কানে।


রাত যায় দিন যায়
বুলি শেষ হয় না তোর মুখে,,,
আমিও বলি নিরলে নির্জনে
তার সম্মুখে তবু বোবা কেন আমিরে?


ওরে শাপলা,, ওরে জল ফুল
কভু কি পিপাসায় হয়েছিস আকুল,,,
সারাক্ষণ থাকি বুকে যার লুকায়ে,,
তবু কেন পাই না খোঁজে তারে।


৩)ইস ধরিও না হাত,,
ভেঙ্গে যাবে চুড়ি হাতে,,
কলিজা ঠুকরা ঠুকরা হবে
হবে বুকের ভেতরে।


ইস,,ইস,,
না না না না ধরিও না
পায়ের পায়েল গো সাধের পায়েল,,
ছিড়ে যাবে চোখের পলকে,,
বুকের ভেতর কি জানি কি ছিড়ে কে জানে?


জানে কে বলো,,জানে কি সেই নন্দলালে,,,
ঢোল বাজলে ঢোলির কাঠির ছুয়াতে,
বল কার বুক না ধপাস ধপাস করে?


৪)
ধুম্বারে ধুম্বারে,,,,,,
ধুম ধুম।
মেলা থেকে চুড়ি কেন শাড়ি কেন
রঙ কেন,,,,,,কিনে নাও মেলা হরিপুর
তবু ভুলো না বাপু কিনে নিতে
হায় হায়,,,,ঝাল চানাচুর,,,,
তুমি কিনো কিনো কিনো
হায় ঝাল চানাচুর,,,।


চানাচুরে পেয়াজ দিবা লবন দিবা বেশি
যত পারো লঙ্কা দিবা,,তেলের ঝাজ চাই বেশি
আমি খেয়ে খেয়ে দেখবরে বাপু
ও বাপু,,,ও বাপু,   ও বাপু
প্রেমের স্বাদ আছে আর কত দূর,,,,,,,
তুমি কিনো কিনো কিনো
হায় ঝাল চানাচুর,,,।


চানাচুরের মজা বাড়ে ঝাকিলে ঝাকিলে,,
নিজ হাতে ঝাকন দিবা শুধু আমার কথা ভেবে,,,,
আমি সেই ঝাকনে নাচরবে বাপু
ও বাপু,, ও বাপু,,ও বাপু
হয়ে তব প্রেমের নেশাখোর
তুমি কিনো কিনো কিনো
হায় ঝাল চানাচুর,,,,,।


রুবেলরে রুবেলরে রুবেল,,,
ও,, ও,, ও,,  
মেলায় মেলায় গেল তোর বেলা ফুরিয়ে,,
আর কত খাবি চানাচুর মনের দরে,,,
ঝাল খাওয়া ছোড় বাপু
মরিচ খাওয়া ছোড়,,,,২
যদিদং তদিদং বলে
মন্ডা মিঠাইয়ে মনটা দে তোর,,
তুমি কিনো কিনো কিনো
হায় ঝাল চানাচুর।।