মনে হয় পৃথিবীতে এবার মাছের রাজত্ব চলবে,,
তা না হলে,,পাথরের শব্দ শোনে কাদা মাটির দল
কেন ঠিক ঠিক বলে গর্জন করবে?
কেন সাপের আওয়াজ শোনে
ব্যাঙের দল পা তুলে লাফাবে?
তলোয়ারের ভাষণ বুঝে না বুঝে
এক দল কলা গাছ ,,কেন নেমে যাবে রাস্তায়?
চাপাতির বিজয় ফসলের চিহ্ন বুকে লুকিয়ে
কেন আবারো দখল করে নিবে সবুজ বিছানা
ঐ সব নীরব ভদ্র শীতের ছাড়পোকারা?
লাউয়ের বাগান,সরিষা ক্ষেত,,,
বোর ধানের চারা,,,ঢেকে ঢেকে
আগ্রাসনের বর্বর আদর দিয়ে
কেন কেন কেন,
মূলা গাছের দল,,
বার বার বলবে,,এরাই খেজুর গাছ
এরাই খেজুর গাছের বল!!!
মনে হয় এবার মাছের রাজত্ব চলবে
হারিয়ে দিয়ে শাপলা ফুলের গায়ে
দোয়েলের আঁচল!!