অপেক্ষা করো,,আর কয়দিন
যেতে দাও নদীর বুকের বিন্দু জল সাগরের বুকে।
তখন দেখবে,, সীমার আগুন জলছে এত দিনের
চেনাজানা পালিত বরফ বুকে,,।
যেতে দাও আর কয়েকটা দিন,,
দেখবে তোষণের  টুপির নিচ হতেই বের হয়েছে
লাল,নীল,সাদা নানান বিষাক্ত সাপ,,
যে বিড়াল ছানাকে কোলে করে খাওয়ালে দুধ
মাছ শিকারের অন্তহীন লোভে,,,,।
শিকার শখে দিন শেষে সেই হয়েছে বাঘ
তোমার সম্মুখে,, তোমারে ভোগে।


বেশি নয়,ঘুরতে দাও শুধু ঘড়ির গোলাকার কাটা
তাহলে দেখবে তোমার শূর্পনখা আচঁলের জল
পান করা সেই খোকা,,
জিহাদের উল্লাসে চাকু ধরেছে খাচার পাখির গলে,,।
জল্লাদ জল্লাদ খেলায় যে হিংস্বার বীজ করছ রোপন
ভিন্ন রঙের জন্য,,,
যে ঘৃনারে করেছ মুজত ভিন্ন ঘাটের তরে
তা ই একদিন বালুর পতাকার চিরন্তন অভ্যাসে
রক্তখেকো তলোয়ার চালিয়ে দিবে
তোমার মত নির্বোধ লক্ষণ সেন বিনাশে।


তখন হয়ত মরবে না তুমি
মরবে না তোমার বাঁচনের চিৎকার
আগুন লাগা বনে শাবকের মত
বাড়বেই তোমার মরণের বাধ্যগত অধিকার।
বাড়বেই তোমার মর্মর জীবন
লয়ে অনিইচ্ছুক চিতা।
তোষণ বাদের উর্বর ভূমে
ওরাই হবে,,,, তোমার,,,
ভাগ্য লিখন পিতা।