ওই ওমুক লীগের পুলায়,
রাস্তার পরে একটা মাইয়ারে দা দি কূপাইছে।
হালা লীগের পুলাপাইন গুলো এমনি!!
চারদিকে উঠলো ঝঙ্কার , কথায় কথায় চলল হুঙ্কার
একটি দল দিলো দেশটারে ধ্বংস করে।
একের কর্মে সংগঠন পরিচিত  দেশ জুড়ে!
এমন ভাবে দিন যায় , রাত ভর কথা হায়
নষ্টের হাতে দেশ পড়ে নষ্টামিতে গেল দেশ তলে।
তখনি এলো এক দরবেশ...
তর্জনী আর কালো পতাকায় আরব লয়ে।
চারদিকে তুলিল রব , হায় হায় করে সব
তার কচুকাটার মত মানুষ কাটা দেখে।
তারও একটা দল আছে , তার একটা আদর্শ আছে...
কিন্তু কেউ দিল না কেউ নিল না তারে
তার দলের ভীরে।
সবাই বলে তার কোন নাম নাই , তার কোন ঘর নাই,
সে থাকে আকাশেরই তলে।
মন শুধূ বাকুং বাকুং , নিয়ে নেয় মনের হুকুম;
জিগায় ফালি বুক চিতাইয়া !
কবুতর হইয়া সে
কোন হাড়ির ভাত খাইছে এত দিনে?


ভাতের গুনের বেগুণ কি
ধরে কেবল ওই লীগের বেগুন গাছে?
মন আমার হুকুম হুকুম
পায়রা
শকুন হয়ে নাচে।


(কৌবিতা ১)