একটা গল্প বলব সুজন,, তাও তোমাকে,,
শুনবে তো,,,,!!!
গল্পের নায়িকাটা আমি কিনা জানি না
তবে গল্প বলার সময়,,আমার হাত ঘেমে
জল পড়ে ভিজে যায় ঘরের মাটি,,,
হাত পাখাটায় আহা কি যে বাতাস,,
গল্প বলার সময় খাচায় বন্দি পাখিটা,,,গান গায়
কাঁদে, হাসে,,কত কিযে করে সুজন
কত কি যে করে,,,।
গল্পটায় হয়ত আমি নেই,,হয়ত আমি আছি
তবে গল্পে গল্পে বাতির গায়ে লেগে থাকা কালিটায়
যেভাবে নিজের নাম খান লেখা দেখি,,বারবার,,,
ঠিক সেভাবেই ভাবি,,
আলোর এত কাছে থেকেও
আমি এত অন্ধকারে কেন,,,
আমার বর্ণ এত অন্ধকার কেন?
আমার পরিচয় এত অন্ধকার কেন?


থাক সুজন থাক,,,গল্পটা আর নাইবা বলি,,
শুনেছি,,এক সন্তানের জনক হয়েছ তুমি,,
তাছাড়া তোমার বাড়ি ভর্তি কলাগাছে
অসংখ্য কলার ফুল,,,করছে খেলা!
একটা কলা ফুল নিয়েই না হয়
একদিন চলে এসো পথ ভুলে,,পুরুনো ঠিকানায়,,
নদীর বাঁকে বাঁকে বিধবা হয়ে
সাবিত্রী ব্রত করে যাই রোজ,,।
সেই ব্রতে না হয় তোমার কলা গাছের
ফুলটাই লাগিয়ে দিব কাজে,,,!!
বহুদিনের বহু মাটিচাপা পড়া স্বপ্নের কাজে,,
আসবে তো সুজন,,আসবেত,,,
যতই লোকে মন্দ বলুক,,বলুক বাজে।
ব্রত তো আমি সত্যি করি
সত্যের চিরসাজে!!
নাকি এমন গল্পটাই,, তুমিও আজ বল
আহা বাজে বড্ড আজেবাজে?


#########
রুবেল চন্দ্র দাস
প্যারিস
১৩/০৯/১৯