আজকাল কেমন জানি
মন-ঘরের ভেতর কুন্ডুলিকারে জন্ম নেয়
মৃত সাপের ভেতর দুঃখ আত্মা,,,
কে যেন খুব দূরের সুরে,, কাছ হতে বলে
এ তোর অভিশাপ,,এ তোর শোক অভিশাপ।


আমি অভিশাপে সিক্ত হই,,,
আমার হাতের কাছে যে পাখা ছিল
এতদিন পড়ে,,,তার গায়ে আমি
রক্ত ঝংকার পড়তে দেখি নিমিষে,,,
আমার দিদিমার হাতের যে ছড়তা ছিল ক্ষুরধার,,,
তার মুখে বাসাবাধতে দেখি, ভোতা পদতল পাথরের।
আমার পায়ের জুতোর নিচেই,, নরকের মাতৃগর্ভ
আমার সমস্ত নজরের সমস্ত কোনে
শুধু প্রলয় আর অভিশপ্ত প্রলয়,,,
কিন্তু কেন,,,?
পূণ্যের তরে নেমে যাওয়া শ্রমিক,,,,
ঘামের অপরাধে কেন ডুবে যাবে সংসার গঙ্গায়!!!!?
কেন হারিয়ে যাবে প্রাগৈতিহাসিক খেলার
নতুন এক রূপে?


মন হতে মন বলল,,,,চিৎকারে
দৈববাণী করল ঝংকার,,মনোবীণার তারে।
ওরে সাঁতার,, সাঁতার,,সাঁতার,,,,
সাঁতার না জানাই যে
পাতাল,মাটি, গগনে বড় দায়,,,,
পাপিনী দায়,,,,সংসারে।
ঘামের মূল্য,,,,পারে না সরাতে ওরে
ভারসাম্যের নিত্তিরে।