অনেকেই বলল তুমি ফেল করেছ,,
মাথার উপরের ছাদও বলল,
পাশ করতে পারো নি ও পরীক্ষায়,,
একেবারে গোল্লায় গেছ,,
পাশের স্রোতস্বিনী নদীটাও বলল
নষ্ট হয়ে গেছে সব,
পন্ড হয়েছে জনক এর যজ্ঞ!!
কিন্তু আমি বিশাল প্রান্তরের
অন্তহীন সীমানায় বলছি
না, না কিছুই হয় নি
এই দাবানলের সম্মুখে,,
আগুন খাওয়া যে শিখে গেছ,,আত্মসম্মানে।
নরকেও বেঁচে থাকার দীক্ষা তুমি পেয়ে গেছ
পেয়ে গেছ পাতালে বাঁচার চরম কৌশল।
যে পাতার আড়ালে এতদিন দেখেছিল ফুল
সেই পাতার আড়ালের
সর্প দেখার অভিজ্ঞতাও তুমি নিয়ে গেছ,,,
তুমি তোমার পাদুকার পদে পদে কেবল মাটি নয়
তপ্ত লোহার আলিঙ্গন শিখে গেছ,,
জেনে গেছে জীবনের আড়ালে মরনের এক সন্ধান,,
যে সন্ধানেই জন্ম নেয় অযুথ স্বপ্ন
কোটি সিড়ির কোটি আকাশ,,


আমি বলি হেরে যাও নি কোথাও,,
কোথাও কোন হার নেই জীবনে
পরাজয়েও যে জয় থাকে,,
তা বুঝে নিও আত্ম উপলব্ধির জ্ঞানে।
সময় যে বলে কথা
বীরের রক্ত মাখা তলোয়ারে।


#############
রুবেল চন্দ্র দাস
প্যারিস
০৭/০৫/১৮