নাসির নগর হতে দিল্লি বেশি দূরে
দেখলাম না পথিক,,
রঙপুর হতে-তো আরো কাছে,,,
ভোলার উন্মাদ অন্ধ জনসমুদ্র হতে
মাত্র এক রতি দূর,,
যে পথে তুমি হেটে গিয়েছ পথিক,,
সে পথের মাটির মধ্যেও
রক্তের পিপাসা দেখছি বিশাল,,
দিনে দিনে জমা হওয়া দিনপঞ্জিকার বুকে
বেশ করে নিয়েছ রাক্ষসের চাষ,,,।
কেউ রাক্ষস হয়েছে তোষণ করে
আবার কেউ বা বিদ্রোহ,,,
প্রতিবাদের বদলে ওই যে যুবক বদলা বিলাসী
তার পায়ের নিচেও তোমার বালু জিহবাই দেখেছি
উঠে আসছে অন্ধকার পাতাল হতে।
পথিক,,ও পথিক এভাবে কতটা পথ পাড়ি দিলে?
কতটা স্বর্গ, বেহেস্ত হাতে নিলে,,মৃত্যুর উল্লাসে।
যে জমিতে চাষ হত গোলাপ
সে জমিতে রক্তজবা নিয়ে এলে
মনো বিলাসে।
নাসিরনগর হতে দিল্লি
আর কভু যেন ফিরে না আসে।


মৃত্যুর কান্নার বিভেদ হয় না পথিক
অর্ধ্বচন্দ্র আর ত্রিশুলের ব্যবধানে।


############
রুবেল চন্দ্র দাস
প্যারিস
২৭/০২/২০