সবুজের পান্ডুলিপি গাঁথা
যাদু ধানের নবান্ন
                     উড়ে চলে -
বাউরী সন্ধ্যায়, কর্ষিত পূর্ণিমা গভীরে।


সোনালু ফুলের হরিদ্রাভ ফাগুন
               ঘণীভবণ ক্রিয়ায়
আমার
বিধ্বস্ত শাড়ীতে পোড়ায়
                    আগুনের তুমুল তরল।


রাতজুড়ে ঘনশ্বাস ;
জেগে রয় চাতক জানালায়,
                               প্রেমহীন ।


এই ,
রাতটাই শুধু সহগামী -


ঘুমহীন বন্দরে ঢেউগানের সারেং ।