মহীরুহ তুমি প্রবল অতিকায়
অথবা হিমালয়ের তুষার কানন,
তাতে আমি ঘাপ্টি মেরে
দিনপাতের সুখনিদ্রায়-
খুঁজে ফিরি নির্ভরতার অভয় আশ্রম।


পিতা, তুমি স্নেহকাব্যের দারুণ প্রণয়-
লিখে রাখা এ দেহতত্ত্বে তোমার
ঔরষের অহং ।।