( কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ :
ভালো আছি ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো)



ছিল মাংসের ঘ্রান,-
চোলাইয়ের আশ্রয় ভেঙ্গে উড়ে চলা আঁধার পাখি-
স্নায়ুর ইচ্ছে গড়া মৌসুমী সংসার, নীলিমার ঘর।


দ্রোহের খসরায় লেখা মানবিক ইশতেহারে পরে রয়
ভাটার উপসংহার, রুদ্রের মিঠেখালি।


নোনা মংলা ভাসে- ভাসে মানুষের মানচিত্র, বিষবৃক্ষের
বীজ, মহুয়ার বন।


রুদ্র যায় ---- রুদ্র আসে না ।