ক।
আগুনের ওম্ পুষি পালকের ডেরায়
দহন ওমে হিয়া পোড়ে,ভষ্ম উড়ায় ।


খ।
তুমি বন্ধু মায়াদেশে ভ্রমের বিবর
ডাকিনীর নজর ছোড়া দাহ বিষের শর ।


গ।
আমি তাকে প্রেম বলি,সে যে বোধের অতীত
রসের মিষ্টতায় নয় গো নিম পাচনের তিত্  ।