এ কোন স্বদেশ আমার
মুক্ত চিন্তা কী তবে ঘুমাবে হিমঘরে,
কেন তবে আঘাত স্বজনের পিঠে
আমরা কী তবে জাহেলিয়াতে যাব ফিরে!
কেন খন্ডিত বিবেক, কেন তবে চোখ বুজে থাকা
মাতৃভূমি কী রঞ্জিত হবে তবে ফেনায়িত অশ্রুরাগে,
কেন বারবার ভূলুন্ঠিত স্বদেশের সূর্য সন্তানের মাথা
কী এই মানে, রক্তের দাগ যদি পতাকায় থাকে লেগে।


কোথায় ঘুমায় বিবেকের সওয়ারী
শাহ জালাল শাহ পরানের পবিত্র ভূমিতে মরনোৎসব
রঞ্জিত আবীরখেলা মানুষের জীবনের।
এসো তবে বিরুদ্ধতায় মেতে উঠি
করি জীবনের জয়গান, মানুষকে তবে মানুষ ভেবে
কেন মিছে শোর তুলি ভুলের, জয় হোক সত্য সুন্দরের।


রুবু মুন্নাফ
০৪-০৩-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।