নাম গোত্রহীন এক সুরের পাখি
উড়ে উড়ে চলে বাসনাহীন নিরুদ্দেশে;
পাখিটি বাসা বাঁধে না, খাঁচা খোঁজে না
শুধু ছুটে চলে খুঁজে কোন নতুন সুরের আবেশে।
কি তার পরিচয়, কেন তবে এত নিঃসঙ্গতায় বসবাস
কেন নিজেকে খোঁজার যাতনায় হৃদয় পুড়ে ছারখার
পাখি কেন বাসা বাঁধে না, থিতু কেন হয় না আঙিনায়,
ঘুরে ঘুরে কী খুঁজে ফেরে সুরের ঘোরের মোহনায়।


আমি এক অচিন পাখি, নিজেকে বেঁধে রাখি।
আমার সীমানা হবে কেন এত ছোট্ট আঙিনায়,
আমি তো খুঁজি সুর আসমানেরও মোহনায়।
একলা পাখি- কে তবে আমি, কী আমার ঠিকানা?
এই যে সুর, এত সুমধুর, আমায় কেন টানে না!
নীল আসমানে উড়ে আমি চলি এটাই আমার সীমানা।


রুবু মুন্নাফ
১৮-০৩-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।