আমার ভালো লাগে না
এতো তাড়াহুড়ো কিসের জন্য!
লোকজন সব যাচ্ছে কোথায়?
আমাকে কেউ ডেকে নিচ্ছে না।
আশেপাশে এত লোকজন সব শুয়ে আছে কেন?
এত রক্ত লেগে আছে কিসের জন্য!
আমি তো মাংস খুব পছন্দ করি
আজ এবড়ো থেবড়ো মাংসের স্তুপ দেখেও কেন
আমার জিব বের হয়ে আসে না;
বরং পেট গুলিয়ে আমার বমি আসছে
আমি কখনো মানুষের মাংস খাই নি!
এ কখনো খেতে পারি না।
এতোটা খারাপ আমি হতে পারি না।
রক্তের হলি উৎসবে আমার গা ঝিমঝিম করছে
মানুষের কী এ বোধ হয় না!
রক্ত নিয়ে এ কেমন উন্মাদনা।
ঠা ঠা বিক্ষুব্ধ চিৎকারে শহর প্রকম্পিত হচ্ছে
দিকে দিকে ছড়িয়ে ছিটিয়ে সারি সারি লাশ,
জলপাই রঙা গাড়ি গুলো সব গুঁড়িয়ে দিচ্ছে
স্বজনের আত্ম চিৎকারে ভারী আকাশ বাতাস।


আজ কী ভোর হবে না
ঘুচবে না বিভৎস রাতের রক্ত বেদনা।
একী! কার আওয়াজ ভেসে আসছে-
মুয়াজ্জিন ডাকছে 'আসসালাতু খাইরুন মিনান নাওম'।
মানুষ কী তবে বেঁচে আছে!
ওই তো হঠাৎ কিসের এত আস্ফালন- জয় বাংলা
তবে কী স্বাধীনতা সূর্য উদিত হলো প্রথম প্রহরে
দিকে দিকে মৃত্যুর শৃঙ্খল ভেঙ্গে জেগে উঠেছে বাঙালি
তবে কী একজন মুজিবের সেই তেজোদৃপ্ত উচ্চারণ-
'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে!
স্বাধীনতার দীপ্ত স্লোগান বুঝি এমনি হয়
না আছে ডর না আছে ভয়।
বাঙালি আজ মরতে শিখেও মাথা নত করে নি
অবাক বিস্ময়ে শুনি চারদিকে কিসের এত জয়ধ্বনি।


রুবু মুন্নাফ
২৬-০৩-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।