রাত্রির কাল বড় বেসামাল
জ্বলে জ্বলে উড়ে জোনাকি,
রাত্রি ঘুমায় আমি আছি জেগে
আমার ঘরে উড়ে রাতের পাখি।
ল্যাম্পপোস্টের নিচে চাপা পড়ে আছে
নিকষ রাতের আলো,
নিয়ন বাতির রং বদলায় আসল না নকল
আলেয়ার কাছে ছুটে পথ হারালো।
গভীর রাতের পৃথিবী নীরব
ঢুলুঢুলু চোখে মদিরার পেয়ালা টানে,
নিকোটিনের ঝাঁজে কিবা সুখ আছে
রাত্রির কাল বেশি ভাল জানে।
শুকতারাটি জানে আকাশের কি মানে
কত কাছাকাছি আসে চলে,
রাত্রির কাল বাড়ুক দীর্ঘকাল
দিনমানে কি আর জোনাকির আলো জ্বলে।
তড়িৎ বুঝি আজ নিল ছুটির সাজ
জোনাকির ঈদ আমেজ,
আমার ঘরে আকাশ বাড়ি
ছাদ ছুঁয়ে চলে ওদের উড়াউড়ি।


রুবু মুন্নাফ
১৭-০৭-২০১৭
দক্ষিণ বনশ্রী, ঢাকা।