জনাকীর্ণ মাহফিলে অযুত নিযুত স্রোতধারার কোলাহল
-কী এক বিষন্নতায় চাপ চাপ ব্যথা লাগে,
এত কোলাহল তবু কেন আমার পৃথিবী আলাদা
কেন তবে গুমরে মরা নিজের ভেতরের ভাবাবেগে।
এই যে আমি; কী তবে আমার ভেতরে বসত করে,
কেন এত শূন্যতা; কে তবে আমায় নিয়ে সাপ-লুডু খেলে
কুকুলিডি কী শুধুই উড়ে উড়ে যাবে বায়সের তরে!
নাকি আপন আলয় ছেড়ে চলে যাবে দূরের আবডালে।


আমি কী চেয়েছি আলেয়ায় আলোর বসত হোক
মরীচিকার মাঝে জলের ঝর্ণাধারা নামুক
কিংবা অথৈ পাথারে কূলের ভরসায় বৈঠা বাইতে থাক।
বরং ছাপোষা এক গৃহীজীবন একান্তই কাম্য ছিল
দুধে-ভাতে না হোক অন্তত খেয়ে পরে তো থাকা যেত
কী এক অমরত্বের ভূত কুরে কুরে আমারে দংশিল।


রুবু মুন্নাফ
২৪-০২-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।