আমি একটি স্বপ্ন দেখছি,
রাত জাগা আধো ঘুমের মাঝে নয়
গভীর কিন্তু স্বচ্ছ ঘুমের ভেতর দিয়ে।
- কেউ একজন অপলক চোখে আমায় দেখছে
আমি তার থেকে চোখ ফেরাতে পারিনি
চোখে চোখে বুঝি এত কথা লুকিয়ে থাকে!
এমন মুগ্ধতা আমাকে কখনো গ্রাস করতে পারেনি;
আমি বিভোর হয়ে শুধু তাকেই দেখছি।


চারদিকে কেমন পিনপতন নীরবতা
সময় আটকে গেছে একটি নির্দিষ্ট বিন্দুতে
সম্মোহন গ্রাস করল দুজনকেই।
আমার স্বপ্ন আমায় নিয়ে একি খেলা খেলছে
এত ভাল লাগা অনুভূতি তো আগে কখনো হয় নি!
আমার হাত দুটি আলতো করে তার গলায় পেচিয়ে দিল,
আমার সন্মোহন আরো বেড়ে গেল- অতল গহীনে হারাতে চাইল
গলা থেকে হাত সরিয়ে তার গালে, ঠোঁটে, চিবুকে স্পর্শ করলাম
তার সারা দেহমন আন্দোলিত হল।
এমন শিহরণ জাগানিয়া অনুভূতি কেন হল!
বুঝিবা অনন্ত নক্ষত্র বীথির মাঝে মন ঘুরতে লাগল
একজন আরেক জনের দিকে এতক্ষণ তাকিয়ে থাকতে পারে!
কী অপরিসীম ভাললাগা অনুভূতি, এত জীবন্ত, স্বচ্ছ
হাত বাড়ালেই দু'জন দু'জনকে ছুঁতে পারি,
ভালবাসতে পারি, আদর করতে পারি, আরো অধিক কিছু
দু'জন দু'জনের মনকে ছুঁয়ে যেতে পারি।


রুবু মুন্নাফ
০৫-০২-২০১৩
নবাব কাটারা, ঢাকা।