একটু শ্বাস নিই
দু'দন্ড বিশ্রাম আমার দরকার।
এতটা পথ হেঁটে হেঁটে আমি ক্লান্ত
অমোঘ নিয়তির কাছে হার মানার অাগে আমি
একটু ঘুমুতে চাই।
নিছিদ্র নীরবতায় আমার সঙ্গী হব আমি
শ্বাস প্রশ্বাস অবিরত উঠানামায় নিজেকে কেমন লাগে
ঘুমের ভেতরে কেউ কী হানা দেয়,
কিংবা আলতো করে কপোলে হাত বুলায়
চুলে বিলি কাটে কী কেউ; আদরে, সোহাগে ভালবাসায়
কত কি মনে আসে। তবু আমার ঘুম আসে না
আমি ক্লান্ত, চোখের পাতারা আরো বেশি শ্রান্ত
আমায় ঘুম পাড়াতে চায়। আয় ঘুম আয়।
বড্ড একলা একলা লাগে, আমি ঘুমুতে পারি না
কে যেন আমায় গান শোনায়। আয় ঘুম আয়।
কতটা তবে নিশুতি রাত অবাক প্রাত নামায়
ডেকে শুধু বলে, আয় ঘুম আয়।
ক্লান্ত আমি, ভীষণ ক্লান্ত, দারুণ নীরালায়
তুমি একলা, আমি একলা, আপন ঠিকানায়,
দুই ভুবনে সমান দুঃখ, দুটি অজানায়
আয় ঘুম তবে সমান তালে দুজনার চোখের পাতায়।


রুবু মুন্নাফ
০১-০২-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।